বেইজিং: নতুন জ্বালানি থেকে শুরু করে মহাকাশ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। চলতি সপ্তাহে তার যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হু বলেন, বিদ্যমান ডলার-নিয়ন্ত্রিত মুদ্রাব্যবস্থা অতীতের ফলাফল। তিনি চীনের মুদ্রা ইউয়ানকে বৈশ্বিক মুদ্রায় রূপান্তরের ওপর জোরারোপ করেন।
যুক্তরাষ্ট্রের হু জিনতাওয়ের রাষ্ট্রীয় সফর আগামী বুধবার শুরু হবে। তিনি বলেন, ‘আমাদের উভয়েরই অবস্থান এই, চীন-যুক্তরাষ্ট্রের সুস্থ সম্পর্ক আমরা লাভবান হবো। লড়াইয়ে নামলে ক্ষতিগ্রস্ত হবো। ’
তিনি স্বীকার বলেন, ‘আমাদের মধ্যে কিছু বিভেদ ও সংবেদনশীল ইস্যু রয়েছে। ’ তবে তার কণ্ঠে অঙ্গীকারের স্বরই পাওয়া গেল। তিনি নির্দিষ্ট কিছু বিতর্কিত ইস্যুর উল্লেখ থেকে বিরত থাকেন। এগুলোর মধ্যে আছে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি।
চীনের মুদ্রার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে, বেইজিংয়ের উচিৎ ইউয়ানের মান নিয়ন্ত্রণে রাখা। তবে হু বলছেন, দেশীয় মুদ্রাস্ফিতিকে শৃঙ্খলে রাখতে ইউয়ানের মান কমানো প্রয়োজন। আশা করা হচ্ছে, এই বিষয়টাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে আলোচনার শীর্ষে স্থান পাবে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১