ভিয়েনা: হলিউডের জনপ্রিয় অভিনেতা ও ক্যালিয়োর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার রাজনীতিতে আর ফিরছেন না। খবর সিফির।
গত মাসে তার গভর্নরের মেয়াদকাল শেষ হওয়ার পর তিনি নতুন করে আর রাজনৈতিক কোনো দায়িত্ব পালন করবেন না বলে একটি প্রতিবেদন অনলাইনে প্রকাশ করেছে অস্ট্রিয়ান ডেইলি ।
শোয়ার্জেনেগার বলেন, কেবল মার্কিন প্রেসিডেন্ট পদটির প্রতিই তার আগ্রহ রয়েছে। তবে তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করার ফলে তিনি ওই পদে নির্বাচন করতে পারবেন না।
শোয়ার্জেনেগার সাক্ষাৎকারে খোলাখুলি আলাপ করেন, বর্তমানে তিনি ছবির তিনটি চিত্রনাট্য পড়ছেন। আরও বলেন, এক সময় তার মা আশঙ্কা করতেন শোয়ার্জনেগার একজন সমকামী। পরবর্তীতে তাদের পারিবারিক ডাক্তার শোয়ার্জেনেগারের মাকে বোঝাতে সক্ষম হন, তার ছেলের আসলে এ ধরনের কোনো সমস্যা নেই।
শোয়ার্জেনেগার (৬৩) ঘোষণা দেন, তিনি পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে মানুষের সঙ্গে কথা বলবেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১