ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

উইকিলিকস: সুইস ব্যাংকের ২০০০ গোপন অ্যাকাউন্ট ফাঁস করা হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জানুয়ারি ১৭, ২০১১
উইকিলিকস: সুইস ব্যাংকের ২০০০ গোপন অ্যাকাউন্ট ফাঁস করা হবে

লন্ডন: সাবেক একজন সুইস ব্যাংকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দুই হাজার ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কাছে হস্তান্তর করেছেন। বিবিসি ও এএফপির।



রুডল্ফ এলমের নামের ওই ব্যাংকার দুটি ডিস্কে করে এই তথ্য লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হস্তান্তর করেন।

তথ্যগুলো এখনো উইকিলিকসের ওয়েবসাইটে ছাড়া হয়নি। তবে অ্যাসাঞ্জ পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা-নিরীক্ষা করে এই তথ্যগুলো পুরোপুরি প্রকাশ করার অঙ্গীকার করেন।

এলমেরকে ব্যাংকের গোপনীয়তা আইন ভাঙ্গার অভিযোগে আগামী বুধবার সুইজারল্যান্ডে বিচারের মুখোমুখি করা হবে। এলমেরকে সুইস ব্যাংক জুলিয়াস বায়ের থেকে ২০০২ সালে বহিষ্কার করা হয়। জুলিয়াস বায়ের ব্যাংকের চিফ অপারেটিং অফিসার হিসেবে তিনি কর্মরত ছিলেন।

সুইস সংবাদপত্র ডের সনটাগ জানিয়েছে, ওই দুটি ডিস্কে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিভিন্ন দেশের বহুজাতিক কোম্পানি, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ধনী ব্যক্তিদের তথ্য রয়েছে। তথ্যগুলো ১৯৯০ থেকে ২০০৯ পর্যন্ত সময়ের।

যুক্তরাজ্যে গৃহবন্দী অবস্থায় থাকা অ্যাসাঞ্জ বলেন, ‘একবার তথ্যগুলোর ওপর নজর বুলিয়েই প্রকাশ করে দেব। ’ অ্যাসাঞ্জ বলেন, তথ্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে কত সময় লাগবে তা বলা কঠিন। তথ্যের আয়তনের ওপর নির্ভর করছে। তবে তিনি বলেন, এ জন্য কম করে হলেও দুই সপ্তাহ সময় লাগবে।

সংবাদ সম্মেলনে এলমের বলেন, ‘আমি এই ব্যবস্থার বিরুদ্ধে। আমি জানি, এ ব্যবস্থা কিভাবে কাজ করে। ’ তিনি বলেন, একটি উন্নত নেটওয়ার্ক রয়েছে যারা বিশ্বের অবৈধ সব অর্থ গোপন অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে থাকে।

তিনি আরও বলেন, ‘আমি সেখানে ছিলাম। চাকরি করেছি। আমি জানি, আজকাল ব্যবসা কিভাবে চলে। ’ এও বলেন, তিনি ও তার স্ত্রী জার্মানির অর্থমন্ত্রী বরাবর এ ব্যাপারে একটি চিঠি লিখেছিলেন। এখনো তার উত্তর পাননি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।