ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলা উন্নীত হচ্ছে কর্পোরেশনে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
আগরতলা উন্নীত হচ্ছে কর্পোরেশনে

আগরতলা (ত্রিপুরা) : আগরতলা ২১ জানুয়ারি থেকে উন্নীত হচ্ছে কর্পোরেশনে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর উন্নয়নমন্ত্রী মানিক দে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানান এই খবর।

ওইদিন ত্রিপুরার পূর্ণ রাজ্য প্রাপ্তি দিবস। মানিক দে জানিয়েছেন পূর্ণ রাজ্য দিবসের দিনই আগরতলা পৌরসভা কর্পোরেশন হিসাবে কাজ শুরু করবে।
আগরতলা পৌর পরিষদ উন্নীত হচ্ছে কর্পোরেশনে। সে সঙ্গে  রাজ্যের দশটি নগর পঞ্চায়েতকে করা হচ্ছে পৌর পরিষদ। গত সেপ্টেম্বর মাসে রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এর পর একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার সাধারণ মানুষের কোন দাবি আপত্তি আছে কিনা তা জানতে চায়। এদিন সাংবাদিক সম্মেলনে মানিক দে জানান, সেই আপত্তি জানানোর এক মাসের মধ্যে কেউ কোন দাবি আপত্তি জানায় নি। এরপর রাজ্য সরকার কর্পোরেশন করার ঘোষণার জন্য প্রস্তুত হয়।

আগরতলা পৌর পরিষদ যেমন কর্পোরেশনে উন্নীত হচ্ছে তেমনি রাজ্যের দশটি নগর পঞ্চায়েতকে উন্নীত করা হচ্ছে পৌরসভাতে। আগরতলা কর্পোরেশনের প্রথম মেয়র হচ্ছেন ডঃ প্রফুল্লজি‍ৎ সিনহা। তিনি বর্তমানে আগরতলা পৌরপরিষদের চেয়ারপার্সন।

বর্তমানে রাজ্যে একটি পৌর পরিষদ রয়েছে। সেটি হল আগরতলা পৌর পরিষদ। আর নগর পঞ্চায়েত রয়েছে ১৯ টি। আগরতলা পৌর পরিষদকে করা হচ্ছে   কর্পোরেশন।

অন্যদিকে ১৯ টি নগর পঞ্চায়েতের মধ্যে ১০ টিকে করা হচ্ছে পৌর পরিষদ। এ জন্য রাজ্য পৌর আইনের সংশোধন আনা হচ্ছে। আসন্ন বিধানসভা অধিবেশনেই এই পৌর আইনের সংশোধন করা হবে বলে। আগেই  আগরতলাকে কর্পোরেশন এবং দশটি নগর পঞ্চায়েতকে পৌর পরিষদ করার ব্যাপারে অনুমতি দিয়েছিল রাজ্যমন্ত্রী সভা।

রাজ্যের বর্তমান পৌর আইনে ৫ লক্ষ জনসংখ্যা না হলে কর্পোরেশন করার বিধান নেই। এখন যে সংশোধনী আনা হচ্ছে তাতে বলা হচ্ছে ৩ লক্ষ জনসংখ্যা হলেই কর্পোরেশন করা যাবে। বর্তমানে আগরতলা পুর এলাকায় ওয়ার্ডের সংখ্যা ৩৫। আর তাতে জনসংখ্যা প্রায় ৪ লক্ষ।

শুধু আগরতলাকে কর্পোরেশনেই উন্নীত করা হচ্ছে এমন নয়। বাড়ানো হচ্ছে এর আয়তনও। বর্তমানে আগরতলা পৌর এলাকার আয়তন রয়েছে ৫৮.৮৪ বর্গ কিলোমিটার। ১৭ বর্গ কিলোমিটার আরও অতিরিক্ত এলাকা যুক্ত হতে যাচ্ছে আগরতলার সঙ্গে।

বর্ধিত এলাকা নিয়ে আগরতলার আয়তন দাঁড়াবে ৭৬ বর্গ কিলোমিটার। সে সঙ্গে বাড়বে তার জন সংখ্যাও। জনসংখ্যা বেড়ে হবে প্রায় ৪ লক্ষ ৪০ হাজার।

দশটি নগর পঞ্চায়েত পাবে পৌর পরিষদের মর্যাদা। বর্তমান আইনে জনসংখ্যা ৫০ হাজার হলে নগর পঞ্চায়েতকে পৌর পরিষদে উন্নীত করা যায়। এক্ষেত্রেও সংশোধনী আনছে রাজ্য সরকার। নতুন সংশোধনী অনুযায়ী ১৫ হাজার জনসংখ্যা হলেই নগর পঞ্চায়েতকে করা যাবে পৌর পরিষদ।

নতুন যে দশটি নগর পঞ্চায়েত পৌর পরিষদে উন্নীত হচ্ছে সেগুলি হল-  ধর্মনগর, কৈলাসহর, তেলিয়ামুড়া, খোয়াই, মোহনপুর, বিলোনীয়া, মেলাঘর, উদয়পুর, বিশালগড়, এবং শান্তিরবাজার। নগর পঞ্চায়েত হিসাবে থেকে যাবে কমলপুর, আমবাসা, কুমারঘাট, পানিসাগর, রানীরবাজার, জিরানীয়া, সোনামুড়া, অমরপুর, ও সাব্রুম। সব মিলিয়ে কর্পোরেশন, পৌর পরিষদ, এবং নগর পঞ্চায়েত নিয়ে নাগরিক স্বায়ত্বশাসন ব্যবস্থাও হবে ত্রিস্তরীয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।