লন্ডন: চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ১০ মাস করার পরিকল্পনা করছে ব্রিটেন। সোমবার এ সংক্রান্ত পরিকল্পনার কথা জানান দেশটির উপপ্রধানমন্ত্রী নিক কেগ।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সমর্থন পাওয়ার পর শিশুর যতœ ও প্রথাগত পারিবারিক নিয়মের ব্যাপারে নিক কেগ এডওয়ার্ডীয় যুগের অভ্যাস ও আচরণের তীব্র নিন্দা জানান এদিন।
তবে নিক কেগের পরিকল্পনাকে গত রাতে ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্পূর্ণ দুঃস্বপ্নের মতো বলে বর্ণনা করেছেন।
নিক কেগ ঘোষণা করবেন, কিভাবে মা ও বাবা উভয়ই ছুটি ভাগাভাগি করে নেবেন। তার পরিকল্পনা অনুযায়ী, পিতামাতা বছরের ১২ মাসই বিভিন্নভাবে ছুটি পাবেন।
বর্তমানে নারীরা ছয় সপ্তাহ মাতৃত্বকালীন পেয়ে থাকেন। এরমধ্যে তাদের ৯০ শতাংশ বেতন দেওয়া হয়। এছাড়া সংবিধান অনুযায়ী ৩৩ সপ্তাহ ছুটি দেওয়া হয়, এসময় প্রতি সপ্তাহে ১২৫ পাউন্ড পরিশোধ করা হয়। সবমিলিয়ে নারীরা এক বছরের বেশি সময় ছুটি পেয়ে থাকেন। অথচ পুরুষরা মাত্র দুই সপ্তাহের ছুটি পান।
নারীদের পাশাপাশি পরিবারে ও সন্তান লালন-পালনে পুরুষদের বেশি ভূমিকা রাখার সুযোগ দিতে নিক কেগ এ পরিকল্পনা করছেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১