ঢাকা: ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।
শনিবার আইএইএ’র পরমাণু ইঞ্জিনিয়ার ম্যাসিমো অ্যাপারোর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি তেহরানে পৌঁছায়।
এ পদক্ষেপকে ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যকার পারমাণবিক চুক্তি বাস্তবায়নের পথে একধাপ অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
প্রতিনিধি দলটি ইরানের ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করার বিষয়টি খতিয়ে দেখতে ইরানের নাতানজ ও ফোর্দো পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের শর্তে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।
চুক্তির আওতায় ইরান ৪শ’ ২০ কোটি মার্কিন ডলারের আন্তর্জাতিক বাণিজ্য করতে সক্ষম হবে।
মার্কিন সিনেটে অর্থনৈতিক অবরোধ বাড়াতে এক বিল আনার পর গতমাসে ইরানের কট্টরপন্থি কিছু আইনপ্রণেতা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বৈধতা বিষয়ে পার্লামেন্টে একটি বিল আনেন। তবে, বিলটি এখনো পার্লামেন্টের ভোটে দেওয়া হয়নি। বিলটি পাস হলে ছয় বিশ্বশক্তি ও ইরানের মধ্যকার এ চুক্তি ভেস্তে যাবে বলে মনে করা হচ্ছে।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিরা বিমানবন্দরে আইএইএ’র প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। রোববার তাদের মধ্যে এ বিষয়ে এক বৈঠক হবে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা।
মূলত, একযুগেরও বেশি সময় ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পরমাণু কর্মসূচি বিষয়ে কঠোর অবস্থানের ফলে ইরানের অর্থনীতি অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/এইচএ