ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বসতি স্থাপন সিদ্ধান্তে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১
ইসরায়েলের বসতি স্থাপন সিদ্ধান্তে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নিন্দা

সিডনি: পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে বসতি স্থাপনের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। খবর এএফপির।



মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে, অবরুদ্ধ গাজার পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ করে ইসরায়েলকে সরাসরি আলোচনায় ফিরতে মঙ্গলবার আহ্বান জানিয়েছে দেশ দুটি।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী উইরিয়াম হেগ বলেন, মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী কেভিন রাড এবং দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স ও স্টিফেন স্মিথের সঙ্গে তিনি একটি সম্মেলনে মিলিত হন। এতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় তারা অভিমত ব্যক্ত করেন।

হেগ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আমাদের উভয়ের বিশ্বাস, সরাসরি শান্তি আলোচনায় ফিরে আসা উচিৎ এবং পারস্পরিক আস্থা নষ্ট হতে এমন কাজ যেমন, বসতি নির্মাণ থেকে বিরত থাকা উচিৎ। ’

এদিকে, ইসরায়েলের গণমাধ্যমে নতুন করে ১৪০০ বসতি নির্মাণের ঘোষণা আসার পর সোমবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখন্ডে বসতি স্থাপন স্থগিতের আহ্বান জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি শান্তি আলোচনা শুরু হলেও ইসরায়েল বসতি নির্মাণ স্থগিতের মেয়াদ না বাড়ানোয় ফিলিস্তিন এ আলোচনা থেকে সরে আসে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।