বেইজিং: চীনের প্রেসিডেন্ট হু জিনতাও মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মুদ্রাযুদ্ধ ও বাণিজ্য নিয়ে চলমান বিতর্কের মধ্যে হু এ সফর করছেন।
মঙ্গলবার সন্ধ্যায় হু জিনতাও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত নৈশভোজে যোগ দিতে হোয়াইট হাউসে যাবেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন করে উর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
এরপর বুধবার হুয়ের রাষ্ট্রীয় সফর শুরু হবে। এর মধ্যে ওভাল অফিসে আলোচনা, সঙ্গে আছে রাষ্ট্রীয় ভোজসভা। ওয়াশিংটন শেষে তিনি শিকাগোর উদ্দেশে রওনা দেবেন। সেখানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। চীনের প্রেসিডেন্টের এ সফর শেষ হবে আগামী শুক্রবার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, এই সফরের মধ্য দিয়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক ও সহায়মূলক দিকে মোড় নেবে। নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিকনির্দেশনা বের করাও এ সফরে। নতুন স্তরে পারস্পরিক সহায়তা বাড়ানো হবে। ’
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১