ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার শান্তি সংলাপে আমন্ত্রণ পেলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সিরিয়ার শান্তি সংলাপে আমন্ত্রণ পেলো ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাবেদ জারিফের কুশল বিনিময়ের একটি মুহূর্ত

ঢাকা: চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিয়ার প্রাথমিক শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। এই আমন্ত্রণ সাগ্রহে গ্রহণ করেছে তেহরান।



বান কি-মুন জানিয়েছেন, সিরিয়ায় অন্তর্বতী সরকার গঠনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার নিশ্চয়তা দিয়েছে ইরান।

অন্যদিকে, সিরিয়ার প্রধান বিরোধী জোট সংলাপে অংশ নেওয়ার সম্মতি দিয়েও ইরানকে আমন্ত্রণ জানানোয় ফের এ ব্যাপারে পিছু হটার ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, ইরানকে আমন্ত্রণ প্রত্যাহার না করলে বিরোধী জোট আলোচনায় অংশ নেবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রও বলেছে ২০২ সালের সিরিয়ার অন্তর্বর্তী শান্তি চুক্তি অনুযায়ী ইরানের সহযোগিতার ব্যাপারগুলো স্পষ্ট করে তাদের এই আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে শর্ত দেওয়া উচিত।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ায় শান্তি স্থাপনে আগামী বুধবার সুইজারল্যান্ডের শহর মন্ত্রুতে সিরিয়ার সরকার ও বিরোধী জোটের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ব সম্প্রদায়।

বিরোধীদের পাশাপাশি এই সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে সিরিয়ার সরকারও।

২০১০ সালের শেষ দিকে আরব বসন্তের ঢেউয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। প্রায় তিন বছরব্যাপী এই সংঘাতে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এছাড়া, দেশ ছেড়ে পালিয়ে গেছে ২০ লাখ মানুষ এবং বাস্তুহারা হয়েছে অন্তত ৬৫ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।