ঢাকা: সন্তান গর্ভে আসার পর থেকেই একজন মা তার অনাগত সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। মনে মনে শিশুর একটা চেহারাও কল্পনা করেন।
তবে কেউই এ বিষয়ে কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন বলে মনে হয় না। কেমন হতো যদি জন্মের আগেই অনাগত সন্তানের স্পর্শ পাওয়া যেত।
আকাশচুম্বি সফলতার এ যুগেও বিজ্ঞান আমাদের এ ধরনের কোনো সুযোগ দিতে পারেনি। তবে এবার কিছুটা হলেও হয়তো এ স্বাদ পাওয়া যাবে। তেমনি এক সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘থ্রিডি বেবিজ’।
কোম্পনিটি বলছে, আপনি চাইলে অনাগত সন্তানের ত্রিমাত্রিক (থ্রিডি) ‘রেপ্লিকা’ (প্রতিরূপ) পেতে পারেন। আলট্রাসনোগ্রামের মাধ্যমে থ্রিডি ও ফোরডি প্রযুক্তি ব্যবহার করে গর্ভস্থ সন্তানের মতো এক ধরনের পুতুল তৈরি করবে কোম্পানিটি। মা-বাবারা চাইলে কৃত্রিম এ সন্তানের আকার কিংবা দেহের রং বেছে নিতে পারেন।
লাইফ সাইজ (২০ সেন্টিমিটার), হাফ সাইজ (১০ সেন্টিমিটার) ও মিনি সাইজ (৫ সেন্টিমিটার) নামে ৩ ধরনের পুতুল বানানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আর অভিভাবকের ইচ্ছানুযায়ী সন্তানের গায়ের রং চাইলে উজ্জ্বল, মধ্যম বা গাঢ় বর্ণের হতে পারে।
কোম্পটিনটি বলছে, মা-বাবা, দাদা-দাদুসহ পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোই তাদের লক্ষ্য। এরকম একটি রেপ্লিকা পরিবারটির অমূল্য সম্পদ হবে বলে দাবি করছে কোম্পানিটি।
তবে থ্রিডি প্রিন্টার ব্যবহার করে সন্তানের এ ধরনের জন্মপূর্ব প্রতিরূপ দেওয়ার ঘোষণা এটিই প্রথম নয়। ২০১২ সালের নভেম্বরে জাপানের একটি কোম্পানিও এ ধরনের ঘোষণা দিয়েছিল। তারা কাজও শুরু করেছে।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪