জেরুজালেম: ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বৃহস্পতিবার একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। পশ্চিম তীরের একটি আর্মি চেকপয়েন্টে এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘একজন ফিলিস্তিনি প্রথমে গুলি চালায়। সেনারা এর জবাবে গুলি ওই ব্যক্তি মারা যায়। ’ জেনিন শহর থেকে ১০ কিলোমিটার দূরে মেভো দোতান চেকপয়েন্টে এ ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা একজন লোকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চলতি মাসে আরও দুই ফিলিস্তিনি নাগরিককে গুলি করে মেরে ইসায়েলি সেনাবাহিনী।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ চলছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ এদের মধ্যে শান্তি আলোচনা আয়োজনের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে।
কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে মাহমুদ আব্বাসের আলোচনায় এ বিষয়টি আবারও উত্থাপিত হয়। এতে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেন মেদভেদেভ।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১