ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গভর্নর তাসিরের হত্যাকারীর বিচার বন্ধের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১
গভর্নর তাসিরের হত্যাকারীর বিচার বন্ধের আবেদন খারিজ

ইসলামাবাদ: পাকিস্তানের একটি আদালত পাঞ্জাবের নিহত গভর্নর সালমান তাসিরের হত্যাকারীর বিচার বন্ধের জন্য এক আইনজীবীর দায়ের করা আবেদন বৃহস্পতিবার খারিজ করেছেন।

বিতর্কিত ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের বিরোধিতা করায় সালমান তাসির তার দেহরক্ষীর গুলিতে নিহত হন।



প্রাথমিক শুনানির পর ইসলামাবাদ উচ্চ আদালতের বিচারক মালিক মোহাম্মদ আনোয়ার কানসি আইনজীবী জাফর আওয়ানের আবেদনটি খারিজ করে দেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিশ্বস্ত তাসির গত ৪ জানুয়ারি তার নিরাপত্তা বাহিনীর এক সদস্য মুমতাজ কাদরির বন্দুকের গুলিতে নিহত হন।

ব্লাসফেমি আইনের বিরোধিতা করে তাসির নিজেই ব্লাসফেমি পর্যায়ের অপরাধ করেছেন বলে কাদরি দাবি করেন। এর পরিপ্রেক্ষিতেই আনোয়ার তার আবেদনে বলেন, যারা ব্লাসফেমি করে পাকিস্তানের আইনে তাদের শাস্তির বিধান আছে।

এ কারণে কাদরির বিচার বন্ধ করা উচিত বলে আনোয়ার যুক্তি তুলে ধরেন। কিন্তু তার এ আবেদন বাতিল করে দিয়ে বিচারক বলেন, কেউ ব্লাসফেমির মতো অপরাধ করে থাকলেও কোনো ব্যক্তিরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি নেই।

বরং নিয়মানুযায়ী ব্লাসফেমি বিষয়ক সব মামলা আইনের আওতায় আদালতেই নিষ্পত্তি হবে বলেও বিচারক উল্লেখ করেন।

২৪ জানুয়ারি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে এ হত্যাকাণ্ডের পরবর্তী বিচারের শুনানি হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।