ইস্তান্বুল: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে শুক্রবার ইরানের সঙ্গে ছয়টি বিশ্ব পরাশক্তির পরমাণু আলোচনা শুরু করেছে। তুরস্কের একজন কূটনীতিক এ তথ্য জানান।
ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রতিনিধি ক্যাথরিন অ্যাশটনের নেতৃত্বে তুরস্কের ইস্তান্বুল শহরে এ আলোচনার আয়োজন করা হয়েছে।
মূলত তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে বিদ্যমান উত্তেজনা ও পশ্চিমা বিশ্বের সন্দেহ দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার ইস্তাবুলের সিরাগান নামের সাবেক অটোমান প্রাসাদে প্রতিনিধিরা রুদ্ধদ্বার বৈঠকে বসেন।
আলোচনায় অংশ নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এর বাইরে রয়েছে জার্মানি।
আর ইরানের উচ্চ পর্যায়ের পরমাণু আলোচক সাইদ জালিলির নেতৃত্বে দেশটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১