দুবাই: জঙ্গি সংগঠন আল কায়েদার প্রধাননেতা ওসামা বিন লাদেন একটি অডিও বার্তায় ফ্রান্সকে আফগানিস্তান থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে। তা না করলে ফ্রান্সকে উচ্চমূল্য দিতে হবে বলেও জানানো হয়েছে এতে।
শুক্রবার আল জাজিরা টিভি প্রচারিত বার্তায় এ তথ্য জানা গেছে।
অডিও বার্তায় বিল লাদেন বলেন, ‘আমরা আবারও বলছি, দেশ থেকে আপনাদের সেনা প্রত্যাহারের বিষয়টির সঙ্গে আমাদের ভাইদের হাতে কয়েদিদের মুক্তি নির্ভর করছে। ’
আল কায়েদার সঙ্গে যুক্ত একটি জঙ্গি সংগঠন সাহারা মরুভূমিতে পাঁচজন ও আফগানিস্তানে দুই জন ফ্রান্সের নাগরিককে অপহরণ করেছে।
জিম্মি লোকজনের দিকে ইঙ্গিত করে বিন লাদেন বলেন, প্রেসিডেন্ট নিকোলা সারকোজির এ প্রস্তাব প্রত্যাখ্যান করার অর্থ হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের অনুগত--যা বন্দীদের হত্যা করার সবুজ সংকেত।
লাদেন বলেন, ‘সারকোজির অবস্থান তাকে ও আপনাদের (ফ্রান্সের সাধারণ মানুষ) চরম মূল্য দিতে হবে, ফ্রান্সের বাইরে বা ভেতরে। ’
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১