ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিদার ছবি সরানো হলো দিল্লির প্রদর্শনী থেকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১
ফিদার ছবি সরানো হলো দিল্লির প্রদর্শনী থেকে

নয়াদিল্লি: ভারতের প্রখ্যাত ও বহুল আলোচিত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের চিত্রকর্ম ‘ইন্ডিয়া আর্ট সামিট’ এর প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার প্রদর্শনীর আয়োজকরা এ তথ্য জানান।



বৃহস্পতিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে শুরু হওয়া চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজকরা জানান, অনির্দিষ্ট কারণবশত আগামীকাল থেকে মকবুল ফিদা হুসেনের কোনো চিত্রকর্মই প্রদর্শনীতে থাকছে না।

উল্লেখ্য, ২০০৮ ও ২০০৯ সালের আয়োজিত প্রদর্শনীতেও সংগঠকরা নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মকবুল ফিদা হুসেনের চিত্রকর্ম প্রদর্শনী রাখেননি।

হিন্দু দেবদেবীর নগ্ন ছবি এঁকে মকবুল ফিদা হুসেন ভারতে একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। হিন্দু জাতীয়তাবাদীরা তার বিরুদ্ধে হিন্দুধর্ম অবমাননার অভিযোগ করে আসছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।