ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু আলোচনায় ইরানের দরজা খোলা: আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, জানুয়ারি ২৩, ২০১১
পরমাণু আলোচনায় ইরানের দরজা খোলা: আহমাদিনেজাদ

তেহরান: ইরানের সর্বশেষ পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছেন, এ বিষয়ে আরও আলোচনার জন্য ইরানের দরজা খোলা রয়েছে।

ইরানের দণিাঞ্চলীয় শহর রাশত থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘আমরা কয়েক দফা আলোচনা করেছি।

কিন্তু অন্য দলগুলোর মানসিকতা এবং তথ্যাদির কারণে আমরা আশা করিনি যে কয়েকটি সেশনেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যদি অপরপক্ষ ন্যায় বিচার, শ্রদ্ধা এবং আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে তাহলে ভবিষ্যৎ সেশনে অবশ্যই সফলতা আসবে। ’

ইস্তানবুলে শুক্রবার এবং শনিবার ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তি ( ব্রিটেন, রাশিয়া,চীন, যুক্তরাষ্ট্র , ফ্রান্স এবং জার্মানি) পরমাণু বিষয়ক আলোচনায় বসলে তা ব্যর্থ হয়। আন্তর্জাতিক প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ক্যাথরিন অ্যাশটন বৈঠক শেষে হতাশা ব্যক্ত করেন।

এদিকে, পশ্চিমা দেশগুলো বরাবর সন্দেহ করে আসছে, ইউরেনিয়াম সমৃদ্ধরণের মধ্য দিয়ে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইসলামিক প্রজাতন্ত্রের এই দেশটি তা অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।