ঢাকা: অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিচে বিশাল আকৃতির একটি নতুন প্রজাতির জেলিফিস পাওয়া গেছে।
জেলিফিসটি লম্বায় প্রায় ৫ ফুট।
বিচে হাটার সময় এক দম্পতি গত মাসে মাছটিকে হবারের দক্ষিণে দেখতে পায়। পানিতে ভেসে বেচারা বিচে এসে আটকে গিয়েছিল।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েনটিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিচার্স অর্গানাইজেশন (সিএসআইআরও)'র গবেষক ডাক্তার লিসা অ্যান গার্শউয়িন বলেছেন, বিজ্ঞানীরা মাছটিকে চিনতে পরলেও এর প্রজাতি এখনো শ্রেণীবিন্যাস করতে পারেনি।
তিনি ফিসটি সম্পর্কে বলেন, নিশ্চয় এটা অত্যন্ত চমৎকার প্রাণী।
সাম্প্রতিক সময়ে তাসমানিয়ার পানিতে বিপুল পরিমাণে জেলিফিস ধরা পড়ছে। তবে কেন তারা বিচে উঠে আসছে তার কারণ এখনো জানা যায়নি।
সাধারণত বিশ্বের বড় এ ধরনের জেলিফিসগুলো দেখতে পাওয়া যায় সায়ানিয়া আর্কটিকায়। তাছাড়া উত্তর আটলান্টিক এবং আর্কটিকে এদের সন্ধান মেলে। যাদের একেকটি প্রায় ১০ ফুট পর্যন্ত লম্বা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪