ঢাকা: ফেসবুকে এতো দিন শুধু নারী ও পুরুষ -এ দুটি জেন্ডার দেওয়ার অপশন ছিল। এখন ব্যবহারকারীর প্রোফাইলে নাম,জন্মদিন, পেশা, যোগাযোগের তথ্যের সঙ্গে জেন্ডার সিলেক্ট করার ক্ষেত্রে পুরুষ-নারীর বাইরে আরও কিছু অপশন থাকছে।
নারী-পুরুষের বাইরে যারা নিজেদের অন্য জেন্ডারের পরিচয় দেন তাদের জন্য ফেসবুকের নতুন এ অপশন। এখন থেকে যেকেউ কাস্টামাইজ করে ‘গে’ বা ‘ট্রান্সজেন্ডার’ এর মতো অর্ধশত লিঙ্গ নির্ধারক পরিচয় যোগ করতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ এক পোস্টে জানায়, মানুষ নিজেদের যেভাবে প্রকাশ করতে চায় এখন থেকে সেভাবেই নিজেকে দেখতে পাবে। অপশনগুলোর মধ্যে রয়েছে বাই জেন্ডার, ট্রান্সজেন্ডার, অ্যান্ড্রোইনাস, ট্রান্সসেক্সুয়াল।
নতুন অপশন প্রাথমিকভাবে শুধু যারা ইউএস ইংলিশ ভার্সন ব্যবহার করছেন তাদের জন্য প্রযোজ্য হবে।
ফেসবুকের প্রকৌশলীয় ব্রিলে হ্যারিসন বলেন, অনেকের কাছে এটি হয়তো কোনো কাজে আসবে না। কিন্তু কেউ কেউ সত্যিই উপকৃত হবেন।
উইলিয়াম ইনস্টিটিউটের থিংক ট্যাঙ্কের প্রতিবেদনে মতে, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ মানুষ ট্রান্সজেন্ডার।
সান ফ্রান্সিককো ভিত্তিক ট্রান্সজেন্ডার আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এর ফলে অনেকেই রোমাঞ্চিত হবেন।
বিশ্বে বর্তমানে ১১৫ কোটি মানুষ ফেসবুকে সক্রিয় রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪