ঢাকা: আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির ছবি ব্যাকগ্রাউন্ডে রেখে একটি অডিও বার্তা অনলাইনে ছড়িয়ে পড়ছে ।
জাওয়াহিরির ছবি ও তার পেছনে বাংলাদেশের ম্যাপ রেখে ২৮ মিনিট ৫৬ সেকেন্ডের ওই অডিওতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বক্তব্য।
বার্তাটির শিরোনাম করা হয়েছে ‘ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স’।
শনিবার এই বার্তাটি ছড়িয়ে পড়লেও এটি ঠিক কবে তৈরি হয়েছে কিংবা কারা তৈরি করেছে তা জানা যায়নি। ‘জিহাদোলজি’ নামে একটি ওয়েবসাইটে এটি প্রথম দেখা যায়। দিনের পরের দিকে ইউটিউবেও ছড়িয়ে দেওয়া হয় তা।
এদিকে বার্তাটির গ্রহণযোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন।
এতে জাওয়াহিরির বক্তব্যের আগে বিভিন্ন সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া জামায়াত- শিবির ও হেফাজতের সঙ্গে পুলিশি অ্যাকশনের নানা দৃশ্য দেখোনো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছে আরবি বক্তব্য।
এছাড়াও বাংলাদেশে হেফাজতে ইসলামি ও জামায়াতে ইসলামির আন্দোলনের ভিডিও ফুটেজ, সারিবদ্ধ কিছু লাশ, পুলিশের হামলা, কয়েকজন মিলে একজনের ওপর চড়াও হয়েছে এমন কিছু চিত্রও এতে রয়েছে।
ইন্টারনেটে ঘেঁটে এই সম্পর্কিত নানা ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা আগে থেকেই প্রমাণিত। এই নিয়ে বাংলাদেশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রচারিত হয়েছে।
অডিও ক্লিপে বাংলাদেশে ‘ইসলামবেরাধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
জাওয়াহিরির বক্তব্য হিসেবে অডিও ক্লিপে অনর্গল আরবিতে বক্তব্য তুলে ধরা হয়। নিচে ইংরেজিতে সাবটাইটেল ভেসে উঠে।
ইংরেজির সাব টাইটেলে অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিককালে মুসলমানদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। পশ্চিমা মিডিয়ার সঙ্গে একত্রিত হয়ে এ সত্যকে লুকানোর চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশকে ‘বিরাট এক জেলখানা’ হিসাবে তুলে ধরে এই বার্তায় বলা হয়, “বাংলাদেশ আজ এমন এক ষড়যন্ত্রের শিকার, যাতে ভারতীয় এজেন্ট, পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্ব এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক রাজনীতিবিদরাও জড়িত। ”
এতে বলা হয়, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তারাই আজ পাকিস্তানে গণহত্যা চালাচ্ছে। বাঙালির সম্মান রক্ষার কথা বলে যারা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সঙ্গে জোট বেঁধেছিল, তারাই আজ বাঙালির বিশ্বাস, সম্মান, জীবন ও সম্পদের ওপর হামলা চালাচ্ছে। ”
ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স’ শিরোনামে এই বার্তায় বলা হয়, ৪০ বছর আগে যে বাংলাদেশের জন্ম সেই দেশ তাদের জনগণের স্বাধীনতা, সম্মান রক্ষার জন্য কিছুই করছে না।
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার দায়িত্ব পান জাওয়াহিরি।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪