ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬৭ নারীকে ধর্ষণ করেছে কঙ্গোর সেনারা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
৬৭ নারীকে ধর্ষণ করেছে কঙ্গোর সেনারা: জাতিসংঘ

জেনেভা: চলতি মাসের শুরুর দিকে কঙ্গোর পশ্চিমাঞ্চলে দুটি পৃথক ঘটনায় দেশটির সেনাবাহিনীর সদস্যরা ৬৭ জন নারীকে ধর্ষণ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকতা মঙ্গলবার এ তথ্য জানান।



তার পক্ষ থেকে মুখপাত্র রুপার্ট কলভিল বলেন, ‘নতুন বছরের শুরুতে কঙ্গোর এফআরডিসি সেনাদের সহিংসতার ওপর আলোকপাত করতে মনুস্কো এবং ইউএনজেএইচআরও দেশটির উত্তর কিভু ও দণি কিভু গ্রামে দুটি পৃথক তদন্ত করে। ’

কঙ্গোয় জাতিসংঘের মিশনের নাম মনুস্কো এবং ইউএনজেএইচআরও হচ্ছে সংস্থার মানবাধিকার বিষয়ক কার্যালয়।

তিনি আরও বলেন, ‘ইউএনজেএইচআরও নিশ্চিত করেছে, ৪৩ সেক্টরের সেনারা ১ জানুয়ারি রাতে দণি কিভুতে কমপক্ষে ৩৫ জন নারীকে ধর্ষণ এবং ৩২ জন লোককে আহত করেছে। অন্যদিকে কঙ্গো সেনাবাহিনীর সদস্যরা একই সময়ে উত্তর কিভুতে বর্ণনাতীত অপরাধ করে। তারা এখানে ৩২ জনকে ধর্ষণ করে যার মধ্যে ছিলেন দুজন অন্তঃস্বত্তা নারী এবং একজন ১৬ বছর বয়সী কিশোরী। ’  

কলভিল জানান ধর্ষণের অভিযোগে দণি কিভু থেকে ১১ জন সেনাকে আটক করা হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই তাদের বিচার শুরু হবে।

এদিকে, মানবাধিকার কমিশনারের কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ‘মানবাধিকার সংস্থার হাইকমিশনার নাভি পিল্লাই কঙ্গোর সরকারকে এই অপরাধের তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন এবং যতো দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।