ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় সরকারের পক্ষে মিছিল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জানুয়ারি ২৫, ২০১১

তিউনিস: তিউনিসিয়ার মঙ্গলবার প্রথমবারের মতো শত শত মানুষ অন্তর্বর্তী সরকারে পক্ষে বিক্ষোভ মিছিল করেছে। একইসময়ে রাজধানী তিউনিসের আরেক স্থানে হাজার হাজার মানুষ সরকারি বিরোধী বিক্ষোভ করছে।

খবর এএফপির।

অন্তর্বর্তী সরকারের পক্ষে বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান সরকার অস্থায়ী। আর সংকট সমাধানের এটাই একমাত্র উপায়। ’

দেশটির স্বৈরশাসক জাইন আল-আবিদিন বেন আলি দেশ বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর পর গত ১৭ জানুয়ারি ঐকমত্যের সরকারের ঘোষণা দেওয়া হয়। বেন আলি এখন সৌদি আরবে অবস্থান নিয়েছেন।

বর্তমান সরকারে পুরনো শাসনামলের মন্ত্রীরা রয়েছে এমন অভিযোগ করে বিক্ষোভকারীরা তাদের পদত্যাগ দাবি করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।