তিউনিস: তিউনিসিয়ার মঙ্গলবার প্রথমবারের মতো শত শত মানুষ অন্তর্বর্তী সরকারে পক্ষে বিক্ষোভ মিছিল করেছে। একইসময়ে রাজধানী তিউনিসের আরেক স্থানে হাজার হাজার মানুষ সরকারি বিরোধী বিক্ষোভ করছে।
অন্তর্বর্তী সরকারের পক্ষে বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান সরকার অস্থায়ী। আর সংকট সমাধানের এটাই একমাত্র উপায়। ’
দেশটির স্বৈরশাসক জাইন আল-আবিদিন বেন আলি দেশ বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর পর গত ১৭ জানুয়ারি ঐকমত্যের সরকারের ঘোষণা দেওয়া হয়। বেন আলি এখন সৌদি আরবে অবস্থান নিয়েছেন।
বর্তমান সরকারে পুরনো শাসনামলের মন্ত্রীরা রয়েছে এমন অভিযোগ করে বিক্ষোভকারীরা তাদের পদত্যাগ দাবি করে আসছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১