লাহোর: পাকিস্তানের লাহোরে মঙ্গলবার শিয়াদের ধর্মীয় মিছিলে একজন কিশোর আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের দৈনিক ডন এ তথ্য প্রকাশ করেছে।
আল কায়েদা ও তালেবান গোষ্ঠীর জঙ্গির এ হামলা চালিয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এ জঙ্গিগোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র সমর্থিত পাকিস্তানের বর্তমান সরকারকে উৎখাত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।
লাহোরের পুলিশপ্রধান আসলাম তারিন বলেন, ‘মিছিলের ভেতরে থাকা ১৩ বছর বয়সী এক বালকের দেহ তল্লাশি করার সময় এ বিস্ফোরণ ঘটে। ’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন পুলিশ সদস্য ও একজন নারীসহ ১৫ জন নিহত হয়েছে। আর প্রায় ৫২ জন আহত হয়েছে।
পাকিস্তানের তালেবান গোষ্ঠীর সঙ্গে যুক্ত ফিদাঈন-ই-ইসলাম নামের একটি জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বাকীর করেছে। টেলিফোনে বার্তা ওই সংগঠনের মুখপাত্র শাকিরুল্লাহ শাকির এ দায় স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১