ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে মোবারক বিরোধী বিক্ষোভে ৩ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১
মিশরে মোবারক বিরোধী বিক্ষোভে ৩ জন নিহত

কায়রো: প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার মিশরজুড়ে বিক্ষোভে প্রায় দশ হাজার মানুষ অংশ নেয়।

 

বদন্দর নগরী সুয়েজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহমেদ সোলাইমান গাবের এবং মুস্তাফা রাগাব নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এছাড়া রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে বিক্ষোভ চলাকালে পুলিশ বাহিনীর আহত সদস্য আহমেদ আজিজ মারা গেছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছুই জানা যায়নি।

সম্প্রতি তিউনিসিয়ার বিক্ষোভে অনুপ্রানিত হয় মিশরীয়রা সরকার পতনের দাবিতে রাজপথে নামে। বিক্ষোভ দমাতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে।
 
১৯৭৭ সালের পর মিশরে এটাই সবচেয়ে বড় এবং আলোচিত বিক্ষোভ।    

এদিকে মিশরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির সকল পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিন্টন।

রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে জমায়েত কয়েকহাজার বিক্ষোভকারী ‘জনতা এই (মোবারক সরকার) রাজত্বের অবসান চায়’ বলে স্লোগান দিয়েছে।

স্কোয়ারে ২০ থেকে ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হলেও বিুব্ধ জনতা পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

কিন্তু জনতা সাময়িক সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পর আবার একত্রিত হয়ে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করতে থাকে।
 
পার্লামেন্ট অভিমুখের সড়কে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও পাল্টা জলকামান ব্যবহার করে।   এসময় এক বিক্ষোভকারী পুলিশের একটি রায়ট কার দখল করে কিছুদূর পর্যন্ত চালিয়ে নিয়ে যায়।
 
এপ্রিল সিক্স মুভমেন্ট নামের একটি যুব সংগঠনের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, রাজধানী কায়রো ছাড়াও আলেকজান্দ্রিয়া, মানসুরা, তানতা এবং দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ান ও আসিয়ুতেও বিক্ষোভ হয়েছে।

সরকারের পদত্যাগের দাবিতে মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ায় প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভ করে। আরও বেশি অধিকারের দাবিতে পতাকা নিয়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে মারনসুরায়।
 
বন্দরনগরী ইসমাইলিয়ায় হাজারখানেল জনতা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়।   ইসরায়েল সীমান্তের কাছে অবস্থিত উত্তর সিনাই-এর শহর আল-মাহদিয়ায় কয়েকশ’ বিক্ষোভকারী রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানায়।

তবে অধিকাংশ স্থানেই বিক্ষোভকারীরা পুলিশি বাধার মুখে পড়ে।

বিক্ষোভকারীদের বিভিন্ন দাবির মধ্যে ছিল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, গত কয়েক দশক ধরে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার এবং ন্যূনতম মুজুরি বাড়ানো।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন।

এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিন্টন মিশরবাসীদের অধিকার আদায়ে শান্তিপূর্র্ণ আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা মিশরের জনগণের মতপ্রকাশের অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করি এবং আমরা সকল পক্ষকে ধৈর্য ধারণ করা এবং সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাই। ’

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।