ঢাকা: ইউক্রেনের সেনা প্রধান ভ্লাদিমির জামানাকে বরখাস্ত করেছে সে দেশের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। তার জায়গায় দেশটির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমাইরাল ইয়ুরি ইলিনকে স্থলাভিষক্ত করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ তিন মাস রাজধানী কিয়েভে সরকার বিরোধী বিক্ষোভ চলতে থাকার পর প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত মঙ্গলবারের রক্তক্ষয়ী সংঘর্ষের দায় বিরোধীদের ওপর চাপান তিনি।
এছাড়া দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী চরমপন্থীদের দমন করার জন্য দেশব্যাপী অভিযানের ঘোষণা দেয়। এমনকি এ কাজে সেনা মোতায়নের পরামর্শও ছিল।
ইউক্রেনে গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ মঙ্গলবার চরম সহিংসতায় রুপ নেয়। রাজধানী কিয়েভ অবরুদ্ধ করে রাখা বিক্ষোভকারীদের সরাতে ব্যাপক বল প্রয়োগ করে পুলিশ।
এতে সংঘর্ষ বাধলে ১৮ জন নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে সাতজন পুলিশও রয়েছেন। সংঘর্ষ শুরু হওয়ার আগে বিরোধী নেতারা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু তারা সমাধানে পৌঁছতে ব্যর্থ হন।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লেভিভের আঞ্চলিক প্রশাসনিক ভবন ও পুলিশ সদরদপ্তর দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।
ইট-পাটকেলের পাশাপাশি বিক্ষোভকারীরা মটোলভ ককটেলও (পেট্রোল বোমা) ব্যবহার করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করছে কাঁদানে গ্যাস, ফ্লাশ গ্রেনেড ও জলকামান।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪