লন্ডন: বিখ্যাত গণমাধ্যম বিবিসি তার ৬৫০ জন কর্মীকে মঙ্গলবার ছাঁটাই করবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচটি ভাষার কার্যক্রম বাতিল করার ফলে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
মেসিডোনীয়, আলবেনীয়, সার্বিয়ান, ক্যারিবীয় ইংলিশ ও আফ্রিকান পর্তুগিজ এই পাঁচটি ভাষার কার্যক্রম বাতিল করা হয়েছে। আর এ মধ্য দিয়ে মোট ৬৫০ জন সাংবাদিক তাদের চাকরি হারাচ্ছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজে) জানিয়েছে, এ পরিকল্পনা ব্রিটেনের জাতীয় স্বার্থের জন্য বড় ধরনের আঘাত হয়ে আসবে। সংগঠনটি এ সিদ্ধান্তকে ‘নিষ্ঠুর’ বলে জানিয়েছে।
চার কোটি ৬০ লক্ষ পাউন্ড ব্যয় কমাতে এই বাড়তি কর্মীদেরকে ছাটাই করা হচ্ছে বলে বিবিসি জানিয়েছে। সরকারের অনুদান কমে যাওয়ায় তারা এ পরিকল্পনা করছেন বলে জানিয়েছে।
গত অক্টোবরে সরকার ঘোষণা দেয়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জন্য নিয়োজিত বিদেশি অফিসের ব্যয়ভারের দায়িত্ব বুঝে নেবে।
১৯৩২ সালে কার্যক্রম শুরু করা বিবিসির বাৎসরিক ব্যয় ২৭ কোটি ২০ লাখ পাউন্ড। রেডিও, টেলিভিশন ও অনলাইনে ২৪ কোটি ১০ লাখ দর্শক-শ্রোতা রয়েছে।
আগামী দুই বছরে বিবিসি এই পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানা গেছে। এর অংশ হিসেবে প্রথম বছরে দুই তৃতীয়াংশ লোক চাকরি হারাবে।
এনইউজের সাংবাদিকরা বলেন, এক চতুর্থাংশ কর্মীকে ছাটাই করা একটি নাটকীয় ও পূর্বপরিকল্পিত বিষয়। তারা এর প্রতিবাদ করেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১