নিউইয়র্ক: প্রাক্তন গুয়ানতানামো কারাগারে আটক এক বন্দীকে মঙ্গলবার আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দুইটি দূতাবাসে বোমা হামলার অভিযোগে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন নিউইয়র্কের একটি বেসামরিক আদালত।
আহমেদ ঘাইলানি নামের তানজানিয়ার এই নাগরিক ১৯৯৮ সালে তানজানিয়া এবং কেনিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে গাড়িবোমা হামলা চালায়।
এদিকে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনিক দপ্তর আহমেদ ঘাইলানির এই দ-াদেশকে স্বাগত জানিয়েছে।
অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার একটি বিবৃতিতে জানান, ‘আহমেদ ঘাইলানির আজকের এই্ কারাদ- এটাই প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা সন্ত্রাসীদের তাদের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখবে। ’
এদিকে ঘাইলানি ক্ষমার আবেদন করলেও বিচারক লুইস ক্যাপলান এই দ-াদেশ বজায় রাখেন।
ক্যাপলান বলেন, ‘ঘাইলানি জানেন তার কাজের জন্যই অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আজকের দিনটি শুধু ন্যায় বিচারের এবং যারা ঘাইলানির অপরাধের শিকার হয়েছেন তাদের জন্য, ঘাইলানির জন্য নয়। ’
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১