ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার তার বাৎসরিক রাষ্ট্রীয় ভাষণে খোলাখুলি বলেছেন, আমেরিকার নিজেকে পুনরাবিষ্কার করতে হবে এবং ভারত ও চীনের মতো শক্তিধর দেশ চালিত দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে টিকে থাকতে হলে নিজেদের মধ্যে ঐক্য গড়তে হবে। খবর এএফপি ও বিবিসির।
ওবামা ঘাটতি কমিয়ে ফেলার ও নতুন প্রতিযোগী দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান।
মার্কিন প্রতিনিধি সভায় ওবামার দেওয়া রাষ্ট্রীয় ভাষণ লাখ লাখ মানুষ দেখেন। ভাষণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের নির্মাণের বর্তমান প্রজন্মের শিক্ষার ওপর তিনি জোরারোপ করেন।
তিনি বলেন, ‘বিশ্বায়নের নিয়মের পরিবর্তন হয়েছে। এক প্রজন্মেই প্রযুক্তির যে পরিবতর্ন হয়েছে তাতে আমাদের জীবনযাপন প্রণালী, কাজ সবকিছুর রূপান্তর ঘটে গেছে। ’
ওবামা বলেন, ‘হ্যাঁ, বিশ্ব পরিবর্তিত হয়ে গেছে। চাকরির প্রতিযোগিতা যা দেখা যাচ্ছে, তা সত্য। তবে এটা আমাদের নিরুৎসাহিত করবে না। ’ এ সময় তিনি রাইট ভাতৃদ্বয়, টমাস আলভা এডিসন থেকে গুগল ও ফেসবুকের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের আরও আবিষ্কার, আরও শিক্ষাগ্রহণ এবং বিশ্বের বাকি অংশের নির্মাণকে ছাড়িয়ে যেতে হবে। ’
তিনি ১৯৫৭ সালে সোভিয়াত রাশিয়ার মহাকাশে প্রথম উপগ্রহ উৎক্ষেপণের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটা আমাদের প্রজন্মের স্পুতনিক সময়। দুই বছর আগে আমি বলেছিলাম, গবেষণা ও উন্নয়ন আমাদের এমন অগ্রগতি প্রয়োজন যা আমরা আগে দেখিনি। ’ তিনি এ সময় শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে জোরারোপ করেন।
তিনি বলেন, ‘আমরা জৈবচিকিৎসা গবেষণা, তথ্যপ্রযুক্তি ও বিশেষ করে পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি খাতে আমরা বিনিয়োগ করব। যাতে নিরাপত্তা জোরদার হয়, আমাদের গ্রহ সুরক্ষিত থাকে। একইসঙ্গে মানুষের জন্য অসংখ্য চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১