ওয়াশিংটন: আফগানিস্তানে দীর্ঘ নয় বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আগামী জুলাই মাসে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলে মঙ্গলবার আবারও আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
কংগ্রেসে দেওয়া রাষ্ট্রীয় ভাষণে, মার্কিন সেনাদের আফগানিস্তানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।
২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানের নিজস্ব নিরাপত্তা বাহিনীর হাতে দেশটির প্রতিরক্ষার দায়িত্ব তুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
তবে ওবামা বলেন, নির্ধারিত সময়ে ইরাক থেকে সেনা প্রত্যাহার করায় সেনারা তাদের মাথা উঁচু করে থাকতে পারবেন।
আফগানিস্তানে বর্তমানে ৯৭ হাজার সেনা মোতায়েন রয়েছে। ২০০৯ সালে ডিসেম্বরে ওবামার নির্দেশে তালেবান জঙ্গিদের নির্মূল করতে আফগানিস্তানে আরও ৩০ হাজার সেনা মোতায়েন করা হয়।
আফগানিস্তানে তালেবান এবং আল কায়েদা জঙ্গিগোষ্ঠী যেন নতুন করে হামলা চালানোর ক্ষমতা অর্জন করতে না পারে সে লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১