ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

উইলিয়াম-কেটের বিয়ে

২৯ এপ্রিল ফাঁকা থাকুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, জানুয়ারি ২৬, ২০১১

লন্ডন: ব্রিটেনের রাজপরিবারের বিয়ে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৯ এপ্রিলের। প্রিন্স উইলিয়াম তার বাগদত্তা কেট মিডিলটনের সঙ্গে সাতপাকে বাধা পড়বেন সেদিন।



কেট-উইলিয়ামের বাগদানের ঘোষণা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার এবং ফেসবুকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিয়েতে রানীর আমন্ত্রণপত্র ফ্যাক্স বার্তার মাধ্যমে অতিথিদের পাঠানো হয়েছে, যেখানে লেখা রয়েছে ‘২৯ এপ্রিলের দিনটি ফাঁকা রাখুন’।

এদিকে, লর্ড চেমবার্লিন্সের কার্যালয় থেকে আগামী মাসে ১৮০০ অতিথিকে স্বর্ণখচিত, হস্তলিখিত প্রথাগত আমন্ত্রণপত্র পৌছে দেওয়া হবে বলে রাজপরিবার সূত্র জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।