ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় খনি বিস্ফোরণে ২০ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
কলম্বিয়ায় খনি বিস্ফোরণে ২০ শ্রমিকের মৃত্যু

বোগোটা : কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে আরও ছয় শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন।

কলম্বিয়ার উত্তর-পূর্ব শহর সারডিনাটার একটি কয়লা খনিতে স্থানীয় সময় বুধবার সকাল ৭টায় এই বিস্ফোরণ ঘটে।

কলম্বিয়ার সরকারি রেডিও থেকে এ তথ্য জানানো হয়।
 
মৃতদের মধ্যে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া পথে এক জন মারা গেছেন। আরও ১৫টি লাশ খনির ভেতর আটকা পড়ে আছে । মারিসা ফার্নান্দেজ নামে সরকারের একজন মুখপাত্র এ কথা জানান।
 
আহত ছয় জনকে হেলিকপ্টারে করে সারডিনাটা ও কুকুটার হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমাট মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে। চার বছর আগেও এই খনিতে বিস্ফোরণে ৩০ শ্রমিক মারা যান।

গত জুনে কলিম্বিয়ার উত্তর-পশ্চিম এলাকার আমাগায় একই ধরনের দুর্ঘটনায় ৭৩ শ্রমিক মারা যান।

বাংলাদেশ সময় : ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।