সিডনি: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অস্ট্রেলিয়ার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বৃহস্পতিবার নতুন করারোপ করেছেন। খবর বিবিসি।
তিনি বলেন, দেশের পুনর্গঠনে ৫৬০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। আর এই অর্থে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
গিলার্ড বলেন, এ বছর ১ জুলাই থেকে নতুন কর গ্রহণ শুরু হবে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার বা ব্যক্তিরা এ করের আওতায় পড়বেন না।
তিনি বলেন, ‘আমরা যে কাজ আজ করতে পারি সে কাজ আগামী কালের জন্য ফেলে রাখা উচিৎ নয়। ’ বন্যার ফলে অস্ট্রেলিার বার্ষিক প্রবৃদ্ধির হার কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এদিকে, বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী গিলার্ড সমালোচনার মুখে পড়েছেন। পুনর্গঠন প্রকল্পের মাধ্যমেই তার ভাবমূর্তি উদ্ধার করতে সক্ষম হবেন বলে আশা করছেন গিলার্ড।
ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩০ জনের প্রাণহানী হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়।
বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১