ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রিমিয়ার রাজধানীর পথে রুশ সৈন্য, যুদ্ধ সতর্কতায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
ক্রিমিয়ার রাজধানীর পথে রুশ সৈন্য, যুদ্ধ সতর্কতায় ইউক্রেন

ঢাকা: ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়ার রাজধানীর দিকে যাচ্ছে রাশিয়ার সৈন্য। ক্রিমিয়ায় সৈন্য মোতায়েনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব অনুমোদন পাওয়ার একদিন অতিবাহিত না হতেই ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপোলে প্রবেশ করছে রুশ সৈন্য।



এদিকে রাশিয়ার পদক্ষেপে ক্ষুব্ধ তার সামরিক বাহিনীকে যুদ্ধ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আইয়োর তেনিয়ুখ বলেছেন, শনিবার রাতে ১১টি রুশ হেলিকপ্টার ক্রিমিয়ায় অবতরণ করেছে। আর ক্রিমিয়ার ‘বিশেষ অভিযানের’ দায়িত্বে রয়েছেন রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার কর্নেল জেনারেল আলেক্সজান্দার গালকিন।

শনিবার সকালে তিনি ‍দাবি করেছিলেন, ক্রিমিয়ায় প্রায় ৬ হাজার রুশ সৈন্য প্রবেশ করেছে।

শনিবার রাতে জরুরি পার্লামেন্টের উচ্চকক্ষের জরুরি অধিবেশনে ক্রিমিয়ায় সৈন্য মোতায়েনে প্রেসিডেন্ট পুতিনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

ক্রিমিয়ায় অবস্থানরত রুশ জনগণ ও নৌবহরের নিরাপত্তা নিশ্চিত করতে
সৈন্য মোতায়েনের প্রস্তাব করেন পুতিন।

রাশিয়ার এমন পদক্ষেপে নিজ দেশের সামরিক বাহিনীর প্রধান ও নিরাপত্তা প্রধানদের নিয়ে ওইদিনই জরুরি বৈঠকে বসেন  ইউক্রেনের অস্থায়ী প্রেসিজেন্ট ওলেক্সজান্দ্রার তুরচিনোভ।

পরমাণু কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোসহ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে সামরিক বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন।

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনযুক সতর্ক করে বলেছেন, মস্কোর সামরিক অভিযান হবে ‘যুদ্ধের শুরু ও সম্পর্কের সমাপ্তি’।

ইউক্রেন জানিয়েছে, তারা নিজ দেশের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা চাইবে।

ইউক্রেন ইস্যু নিয়ে রোববার সন্ধ্যায় জরুরি বৈঠকে ডেকেছে সামরিক জোট উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো)

এদিকে রাশিয়ার এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পুতিনকে ফোন করে বলেছেন, ক্রিমিয়ায় সৈন্য মোতায়েন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা জাতিসংঘ সনদ ও ১৯৯৭ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চুক্তিরও লঙ্ঘন।

ক্রিমিয়া থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান বারাক ওবামা।

ইউক্রেনে ইস্যুতে রাশিয়ার হস্তক্ষেপের কারণে মস্কোয় অনুষ্ঠেয় জি-৮ সম্মেলন ‍স্থগিত রাখা হতে পারে। এরইমধ্যে কানাডা
জি-৮ সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রীও সম্মেলন স্থগিত রাখার পক্ষে কথা বলেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

ক্রিমিয়া থেকে সেনা ফিরিয়ে নেওয়ার আহ্বান ওবামার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।