জাকার্তা: ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপ দুটির মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১৩ জন মারা গেছে। যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
জাভার পশ্চিম প্রান্তের মেরাক বন্দর থেকে তিন কিলোমিটার দূরে সুন্দা প্রণালীতে ওই ফেরিতে আগুন লেগে যায়। স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিতে এ ঘটনা ঘটে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সমুদ্রপথে চলাচল সেবা বিভাগের পরিচালক উইরতœ বলেন, ‘১৩ যাত্রী নিহত হয়েছেন। ৪২৭ জনকে উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ রয়েছে তা আমরা এখনো জানি না। তবে আশা করছি কেউ নিখোঁজ নেই। ’ বেঁেচ যাওয়া অনেক যাত্রীকে জাভার সিলেগন হাসপাতালে পাঠানো হয়েছে।
উইরতœ বলেন, ফেরির ভেতরে থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়া দেশটি ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত, ফেরি সেবার ওপর অত্যন্ত নির্ভরশীল। দেশটিতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। সমুদ্রপথে চলাচল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১