রাঁচি: ভারতের ঝাড়খণ্ড রাজ্যে শুক্রবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত নয়জন মাওবাদী নিহত হয়েছে। রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা কুলদ্বীপ দ্বিবেদি বার্তাসংস্থা আইএএনএসকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে বারবাদিহ জঙ্গলে মাওবাদীরা অবস্থান নিয়েছে বলে আমরা আগেই জানতে পারি। এরপর পুলিশ জঙ্গলটি ঘিরে ফেলে গেরিলাদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। ’
তিনি বলেন, ‘বিদ্রোহীরা এ সময় গুলি শুরু করে। শুক্রবার সকাল পর্যন্ত বন্দুকযুদ্ধ স্থায়ী হয়। আমরা ব্যাপক অস্ত্র ও গোলাবারুদসহ নয়টি মৃতদেহ উদ্ধার করেছি। ’ এখনো অভিযান চলছে বলেও তিনি জানান।
মাওবাদীদের উপআঞ্চলিক নেতা বসন্ত যাদব নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে। আরও মাওবাদী মারা গেছে বলে পুলিশের ধারণা।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১