ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দল বিলুপ্ত না করতে সু চির আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
দল বিলুপ্ত না করতে সু চির আবেদন খারিজ

ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল বিলুপ্ত না করার আবেদন আবারও খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার মিয়ানমারের রাজধানী নাইপিদাউয়ের আদালতে এ রায়ের শুনানি হয়।

খবর এএফপির।

সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের আইনী বৈধতার আবেদন কয়েক মিনিটের মধ্যেই আদালতে খারিজ হয়ে যায়। দলের আইনজীবী কাইয়াও হো এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইনী প্রক্রিয়া চালিয়ে যেতে আইনানুযায়ী সরাসরি প্রধান বিচারকের কাছে আবেদন করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। তবে আগে এনএলডির জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা প্রয়োজন। ’

সেনাশাসিত দেশে সুপ্রিম কোর্ট বিরোধী দল এনএলডির কার্যক্রমকে কখনোই সমর্থন করে না। এর আগে সু চি তার গৃহবন্দিত্বের বিষয়ে আবেদন করলে তাও খারিজ করে দেওয়া হয়।

গত বছরের নভেম্বরে টানা সু চি সাত বছরের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর পরই দল বিলুপ্ত না করার আবেদন করেন। কিন্তু বার বারই তাকে হতাশ করে দেশের সর্বোচ্চ আদালত।

গত বছর মিয়ানমারে ২০ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়। কিন্তু সু চিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রতিবাদে নির্বাচন বর্জন করে তার দল এনএলডি। আর এর শাস্তি হিসেবেই দলটি বিলুপ্ত ঘোষণা করে মিয়ানমারের সামরিক জান্তা।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।