ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ৪ ফরাসি সাংবাদিক গ্রেপ্তার, পরে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
মিশরে ৪ ফরাসি সাংবাদিক গ্রেপ্তার, পরে মুক্ত

প্যারিস: মিশরে চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতিবেদন কাভার করতে গিয়ে ফ্রান্সের চার সাংবাদিক গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। শুক্রবার ফ্রান্সের লা ফিগারো দৈনিক থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার লা ফিগারো জানায়, তাদের একজন সাংবাদিকসহ মোট চারজনকে মিশর সরকার ছেড়ে দিয়েছেন। খবর এএফপির।

এর আগে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারনার ভ্যালেরো বলেন, ‘আমরা এই মাত্র খবর পেয়েছি, আজ (শুক্রবার) সকালে চারজন ফরাসি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ’ তিনি বলেন, এ খবর সত্যি হলে ফ্রান্স সরকার মিশরকে তাদের দ্রুতই মুক্তির দেওয়ার জন্য আবেদন জানাবে। তিনি জানান, কায়রোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এ ব্যাপারে মিশরের সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

একটি কূটনৈতিক সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া সাংবাদিকরা দৈনিক লা ফিগারো ও জার্নাল দু ডিমাঁশের পক্ষে প্রতিবেদন করতে গেছেন। এছাড়া সিপা ফটোসংস্থা ও প্যারিস ম্যাচ সাময়িকীর সংবাদর্কমী রয়েছেন।

বার্তাসংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, শুক্রবার জুমার নামাজের পর কায়রোর কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস, জলকামান ছুড়ে মারে। এ বিক্ষোভে নোবেলজয়ী মানবাধিকার কর্মী মোহাম্মদ এলবারাদি যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।