অসলো: হৈ চৈ ফেলে দেওয়া ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকস শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করতে গণতন্ত্রপন্থী সংগঠনগুলোকে লাখ লাখ ডলার অর্থ সহায়তা করেছে। শুক্রবার এ সংক্রান্ত মার্কিন কূটনৈতিক গোপন তারবার্তা নরওয়ের দৈনিকে প্রকাশিত হয়।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি) ২০০৮ সালে মিশরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ৬ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ও ২০০৯-এ ৭ কোটি ৫০ লাখ ডলার দান করে দেওয়ার পরিকল্পনা করে। ফাঁস হওয়া এ তারবার্তাটির তারিখ দেওয়া আছে ৬ ডিসেম্বর, ২০০৭।
নরওয়ের দৈনিক আফটেনপোস্টেনে প্রকাশিত আরেকটি তারবার্তায় (৯ ডিসেম্বর, ২০০৭) মার্কিন দূতাবাসকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট মোবারক গণতন্ত্রের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ব্যাপক সন্দিহান। ’
তারবার্তায় বলা হয়, ‘তবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মিশরে বদলের উদ্দেশ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান স্থাপন করতে ও ব্যক্তির কণ্ঠ জোরদার করতে যুক্তরাষ্ট্রের সরকার সহায়তা করছে। ’
আফটেনপোস্টেনের মতে, এভাবে যুক্তরাষ্ট্র মিশরে মোবারক বিরোধী বাহিনী গড়ে তুলতে সরাসরি কাজ করেছে।
মিশরে গত মঙ্গলবার সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গত ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। যুক্তরাষ্ট্রের ব্যয় করা এসব অর্থ মার্কিন এনজিও ও মিশরের স্থানীয় সংস্থার মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রায় ব্যবহার করা হয়েছে। মিশরের সরকার নিজেও বিভিন্ন কর্মসূচিতে এসব অর্থ ব্যয় করেছে বলে ওই তারবার্তায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১