ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি বিমান হামলায় ২৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

পেশোয়ার: আফগান সীমান্তে জঙ্গিদের আশ্রয় নেওয়া গোপন স্থানে পাকিস্তানি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের যৌথ বোমা হামলায় ২৮ জন বিদ্রোহী নিহত হয়েছে। খবর এএফপির।



স্থানীয় প্রশাসনের কর্মকর্তা মাকসুদ আমিন এএফপিকে বলেন, ‘নিরাপত্তা বাহিনী সদস্যরা আদিবাসী অধ্যুষিত এলাকা মোহমান্দে বিমানযোগে হামলা চালায়। ’

একই হামলায় আরও ৩০ জঙ্গি আহত হয়েছে বলেও তিনি জানান। জঙ্গিদের আশ্রয় নেওয়া আটটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আদিবাসী অধ্যুষিত সীমান্ত অঞ্চলকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ চিহ্ণিত করেছে। এখানে পাকিস্তানি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা আল কায়েদার আন্তর্জাতিক সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।