ঢাকা: মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। শুক্রবার বেকসুর খালাসের রায় বাতিল করে সমকামিতার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়।
আনোয়ার ইব্রাহিম ২০১৩ সালে দেশটিতে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে প্রধান বিরোধী দলের নেতৃত্ব দেন।
খবরে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মালয়েশিয়ায় সমকামিতা অবৈধ হলেও খুব কম লোকই এ অভিযোগে অভিযুক্ত হয়। আর আনোয়ার ইব্রাহিমের মতো শীর্ষস্থানীয় নেতা কারাদণ্ড দেওয়ার ঘটনা দেশটিতে এটাই প্রথম।
বরাবরই আনোয়ার ইব্রাহিম বলে আসছেন তার বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। এই রায়ের ফলে চলতি মাসে দেশটির সেলেঙ্গোর রাজ্যে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারছেন না।
তার আইনজীবী জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে মালয়েশিয়ার উচ্চ আদালতে তারা আপিল করবেন।
আদালতের এ সিদ্ধান্তের পর তিনি এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘১৫ বছর পর আবার সবই শেষ হয়েছে। তারা (সরকার) আমাকে বারবার কারাগারে রাখতে চায়; যে কারণে তারা আমার পেছনে লেগে আছে’।
এর আগে গত ২০০৮ সালে দ্বিতীয় বারের মতো এক সহকারীর সঙ্গে সমকামিতার অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে অভিযুক্ত করা হয়। পরে গত ২০১২ সালে যথেষ্ঠ তথ্য প্রমাণাধির অভাবে তাকে ওই অভিযোগ থেকে মুক্তি দেয় মালয়েশিয়ার একটি উচ্চ আদালত। পরে আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে সরকার পক্ষ।
এদিকে, গণমাধ্যমগুলো বলছে, ১৯৫৭ সালের পর থেকে দেশটিতে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন পার্টির জন্য আনোয়ার ইব্রাহিম খুবই চ্যালেঞ্জ হিসেবে আভির্ভূত হয়েছেন। যে দলটি গত ২০১৩ সালের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে ২২২ আসনের বিপরীতে ১৩৩ আসন পেয়ে বিজয়ী হয়। অবশ্য ওই ফলের বিরুদ্ধে তখনই প্রতারণার অভিযোগ এনে মালয়েশিয়ার রাস্তায় ব্যাপক বিক্ষোভ হয়।
এর আগে আনোয়ার ইব্রাহিম বারিসান ন্যাশনাল কোয়ালিশনের সদস্য ছিলেন। ওইসময় ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ক্ষমতার অপব্যাহারের অভিযোগে ১৯৯৮ সালে তাকে বরখাস্ত করা হয়।
এরপরেই তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ৬ বছর সাজা দেয়া হয়। পরে এই ঘটনায় দেশব্যাপী রাস্তায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গত ২০০০ সালে তার স্ত্রীর গাড়ি চালকের সঙ্গে সমকামীতার অভিযোগে আরও ৯ বছরের সাজা দেয়া হয়। পরবর্তীতে ২০০৪ সালে তাকে সমকামীতার অভিযোগ থেকে খালাস দিয়ে তাকে কারাগার থেকে মুক্তি দেয় মালয়েশিয়ার সুপ্রিম কোর্ট।
তারপর আনোয়ার ইব্রাহিম বিরোধীদলের আন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে ব্যাপক ভূমিকা পালন করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪