ঢাকা: সুন্নি বিদ্রোহীদের সহায়তা দেয়ার মাধ্যমে কার্যত ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব ও কাতার। ইরাকে গোষ্ঠীগত সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরাসরি রিয়াদ ও দোহার বিরুদ্ধে এমন অভিযোগ করলেন ইরাকি সরকারের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।
এর আগেও সহিংসতার পেছনে প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের জড়িত থাকার ব্যাপারে ইঙ্গিত করলেও এই প্রথম সরাসরি উপসাগরীয় দেশ দু’টিকে অভিযুক্ত করলেন নুরি আল মালিকি।
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক গোষ্ঠীগত সহিংসতার মুখোমুখি যুদ্ধ বিধ্বস্ত ইরাক। ২০০৮ সালের পর সবচেয়ে মারাত্মক হিসেবে অভিহিত এই সংঘাতে চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৮শ’ মানুষ নিহত হয়েছেন। চলমান সহিংসতার মধ্যেই আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট নির্বাচন।
সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরাকের বর্তমান শিয়া প্রভাবিত সরকারের বিরুদ্ধে সুন্নি ধর্মাবলম্বীদের তীব্র অসন্তোষ দেশটির সাম্প্রতিক সহিংসতায় রসদ যোগাচ্ছে বলে মনে করা হচ্ছে।
শনিবার ফ্রান্স ২৪কে দেয়া সাক্ষাৎকারে নুরী আল মালিকী অভিযোগ করে বলেন, ইরাকের সুন্নি বিদ্রোহীদের উস্কানি দিচ্ছে সৌদি আরব ও কাতার। তিনি বলেন, প্রাথমিকভাবে এই দু’টি দেশই ইরাকের গোষ্ঠীগত সংঘাত, সন্ত্রাস এবং নিরাপত্তা সঙ্কটের জন্য দায়ী। রিয়াদ এবং দোহা ইরাকের বিদ্রোহীদের রাজনৈতিক, আর্থিক এবং নৈতিক সমর্থন দিয়ে সহায়তা করছে বলেও অভিযোগ করেন মালিকি।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪