ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মোবারককে সরে দাঁড়াতে হবে: আলবারাদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, জানুয়ারি ২৯, ২০১১
মোবারককে সরে দাঁড়াতে হবে: আলবারাদি

কায়রো: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে অবশ্যই সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ব্যক্তিত্ব মোহাম্মদ আলবারাদি।

শনিবার ফ্রান্সটোয়েন্টিফোর নামের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভের পঞ্চম দিনে হাজার বিক্ষোভকারী দেশটির বিভিন্ন শহরে জড়ো হয়েছেন। তাদের এক দাবি, ‘মোবারক নিপাত যাক’।

আলবারাদি বলেন, ‘প্রেসিডেন্ট মিশরের জনগণের বার্তা বুঝতে পারছেন না। তার ভাষণ অত্যন্ত হতাশাজনক। মোবারকের শাসনের পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে, তা আরও তীব্র হবে। ’

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।