কায়রো: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে অবশ্যই সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ব্যক্তিত্ব মোহাম্মদ আলবারাদি।
শনিবার ফ্রান্সটোয়েন্টিফোর নামের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আলবারাদি বলেন, ‘প্রেসিডেন্ট মিশরের জনগণের বার্তা বুঝতে পারছেন না। তার ভাষণ অত্যন্ত হতাশাজনক। মোবারকের শাসনের পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে, তা আরও তীব্র হবে। ’
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১