ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ নিয়ে ‌‌' রহস্য '

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ নিয়ে ‌‌' রহস্য '

ঢাকা: নিঁখোজ হওয়া মালয়েশীয় উড়োজাহাজ নিয়ে ধোঁয়াশা কাটছে না। সর্বশেষ খবর অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে, নিখোঁজ হওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

তবে তারা কেউই নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করেনি। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এর তদন্তে নেমেছে।

জানা যায়, ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ হাজার ফুট উপরে উড়োজাহাজটি মাঝ- ফ্লাইট থেকেই নিঁখোজ হয়।

এর আগে জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার আগে নির্ধারিত পথে না এগিয়ে ফেরার চেষ্টা করেছিল।

রাডার স্ক্রিন থেকে বিমানটি হারিয়ে যাওয়ার পূর্বমুহূর্তের তথ্যাদি পরীক্ষা কর্মকর্তারা জানান, বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে তারা অনুসন্ধান এলাকার পরিধি বাড়িয়েছেন।

কর্মকর্তারা আরও আশঙ্কা করছেন, ওই বিমানটিতে অন্তত দুজন এমন ব্যক্তি ছিল, যারা ভুয়া কাগজপত্র ও নথি ব্যবহার করে বিমানটির আরোহী হয়েছিল।

এর আগে গত প্রায় ২৪ ঘণ্টায় উদ্ধারকর্মীরা ভিয়েতনামের দক্ষিণে অবস্থিত দক্ষিণ চীন সাগরে অনুসন্ধান চালিয়ে বিমানটি খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।

উড়োজাহাজটি গত শুক্রবার দিবাগত গভীর রাতে ২৩৯ জন যাত্রীসহ নিখোঁজ হয়। উড়োজাহাজের খোঁজে ব্যাপক তল্লাশি অব্যাহত রয়েছে। ২২টি বিমান ও ৪০টি জাহাজ অনুসন্ধানের কাজে নিয়োজিত রয়েছে বলে মালয়েশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন। কুয়ালালামপুর থেকে বেইজিংগামী উড়োজাহাজটিতে ১৪টি দেশের নাগরিক ছিলেন।  

মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উড়োজাহাজে চীনের ১৫৩, মালয়েশিয়ার ৩৮, ইন্দোনেশিয়ার ১২, অস্ট্রেলিয়ার ৭, ফ্রান্সের ৩, যুক্তরাষ্টের ৩, নিউজিল্যান্ডের ২, ইউক্রেনের ২, কানাডার ২, রাশিয়ার ১, ইতালির ১, তাইওয়ানের ১, নেদারল্যান্ডসের ১ ও অস্ট্রিয়ার ১ নাগরিক রয়েছেন। এদের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের দুই শিশু রয়েছে। এছাড়াও উড়োহাজাহটিতে ১২ জন ক্রু ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।