কায়রো: মিশরের রাজধানী কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কয়ারের চারপাশে অবস্থান নিয়েছে সামরিক বাহিনীর ট্যাংকগুলো। শনিবার একইস্থানে কয়েক হাজার বিক্ষোভকারী ট্যাংকগুলোর মুখোমুখি অবস্থান নিয়েছে।
বিক্ষোভকারীরা ক্রমাগত ‘মোবারক নিপাত যাক’ স্লোগান দিতে থাকায় কায়রোর পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এর কয়েক ঘণ্টা আগেই মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক দেশের মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন। শনিবারই তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। তবে তার ক্ষমতা থেকে সরে দাঁড়ানো বা দেশ ছেড়ে যাবার বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।
১৯৮৫ সালের পর এবারই প্রথম বিক্ষোভকারীদের দমনে মিশরের রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। রাতে শহরে শহরে কারফিউ জারি করা হয়েছে।
শনিবার বিক্ষোভকারীরা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের প্রতিরোধে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। একইসঙ্গে বিক্ষোভ দমনে শুক্রবার দেশের ইন্টারনেট ও শনিবার সকালে সব মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১