কায়রো: চলমান সরকার বিরোধী আন্দোলনে মিশরের পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আল জাজিরার একটি অসমর্থিত সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে।
মিশরের রাষ্ট্রীয় স্যাটেলাইট টেলিভিশন আল-মিসরিয়াহ জানায়, সেনাবাহিনীর নেতারা সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করেছে।
সরকার বিরোধী আন্দোলনের শনিবার পঞ্চম দিন। দেশজুড়ে হাজার হাজার মানুষ এতে অংশ নিয়েছে। গত ৩০ বছর ধরে দেশটির ক্ষমতা আঁকড়ে ধরে প্রেসিডেন্ট হোসনি মোবারক।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১