ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোতে সেনা-পুলিশ সংঘর্ষ?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
কায়রোতে সেনা-পুলিশ সংঘর্ষ?

কায়রো: চলমান সরকার বিরোধী আন্দোলনে মিশরের পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আল জাজিরার একটি অসমর্থিত সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে।



মিশরের রাষ্ট্রীয় স্যাটেলাইট টেলিভিশন আল-মিসরিয়াহ জানায়, সেনাবাহিনীর নেতারা সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত  কারফিউ জারি করেছে।

সরকার বিরোধী আন্দোলনের শনিবার পঞ্চম দিন। দেশজুড়ে হাজার হাজার মানুষ এতে অংশ নিয়েছে। গত ৩০ বছর ধরে দেশটির ক্ষমতা আঁকড়ে ধরে প্রেসিডেন্ট হোসনি মোবারক।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।