ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মোবারকের পক্ষে সৌদি বাদশাহ আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, জানুয়ারি ২৯, ২০১১
মোবারকের পক্ষে সৌদি বাদশাহ আবদুল্লাহ

রিয়াদ: মিশরের ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারকের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সৌদি রাজা আবদুল্লাহ। একইসঙ্গে মিশরের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করায় বিক্ষোভকারীদের সমালোচনাও করেন তিনি।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদির এসপিএ শনিবার এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মেরুদণ্ডের অস্ত্রপচার করানো সৌদি শাসক শনিবার সকালে মরক্কো থেকে মোবারককে টেলিফোন করেন বলে ওই প্রতিবেদন সূত্রে জানা যায়।

টেলিফোনে আলাপকালে তিনি মতপ্রকাশের স্বাধীনতার নামে মিশরের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘিœত করায় অবাঞ্চিত অনুপ্রবেশকারীদের সমালোচনা করেন।

এসময় তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যে সৌদি আরব মিশরের সরকার ও জনগণের পাশে দাঁড়াবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।