ঢাকা: ২৩৯আরোহীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা দেখছেন না মালয়েশিয়ার পুলিশ। চোরাই পাসপোর্ট ব্যবহারকারীদের একজনের পরিচয় শনাক্ত হওয়ার পর এমন তথ্য জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ার পুলিশ, জানিয়েছে চোরাই পাসপোর্ট ব্যবহারকারী দুজনের মধ্যে তারা একজনের পরিচয় শনাক্ত করেছে। পৌরিয়া নূর মোহাম্মদ মেহেরদাদ নামের ওই যাত্রী ইরানি।
১৯ বছর বয়সী মোহাম্মদ মেহেরদাদ জার্মানিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, বিবিসি যাকে ১৯ বছর বয়সী পৌরিয়া নূর মোহাম্মেদ মেহেরদাদ হিসেবে শনাক্ত করেছে সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নয় বলে মনে করা হচ্ছে। তার জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিলেন। তার মা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
আবু বকর জানান, ছেলেকে না পেয়ে তিনি মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
চোরাই পাসপোর্ট ব্যবহারকারী দ্বিতীয় ব্যক্তির পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে মালয়েশীয় কর্তৃপক্ষ।
২২৭ যাত্রী ও ১২ ক্রু‘বাহী বোয়িং ৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টা ৪১ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছেড়ে যায়। এর দুই ঘণ্টা পর ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয় উড়োজাহাজটি। উড়োজাহাজটি সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪