ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের প্রতিরক্ষা সদরদপ্তরে হামলা: ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, জানুয়ারি ২৯, ২০১১
মিশরের প্রতিরক্ষা সদরদপ্তরে হামলা: ৩ পুলিশ নিহত

কায়রো: মিশরের সামীন্তবর্তী রাফাহ শহরের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সদরদপ্তরে প্রতিবাদকারীরা হামলা চালিয়েছেন। শনিবারের এ হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন পুলিশ নিহত হয়েছেন বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

খবর এএফপির।

সংঘর্ষ চলাকালে প্রতিবাদকারীরা হাত বোমা ছোড়ে। এসময় প্রতিবাদকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শী জানান। রাফাহ থেকে গাজা যাওয়ার সংযোগস্থলে মিশরের সীমান্তরক্ষীরা পাহারা দিচ্ছেন বলেও তারা জানান।

এদিকে, শুক্রবারের নামাজের পর সারাদেশে শুরু হওয়া সরকারবিরোধী প্রতিবাদে এ পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন বলে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

এর মধ্যে কায়রোতে ১২ জন, গিজায় একজন, পোর্ট সাইদে তিনজন, আলেকজান্দ্রিয়ায় ৮ জন, সুয়েজে ১২ জন এবং মনসুরায় দুজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।