ঢাকা: নিউজিল্যান্ডে জাতীয় পতাকা পরিবর্তন করা নিয়ে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সোমবার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী জন কি।
নিউজিল্যান্ডের বর্তমান পতাকায় একপাশে ক্রসের সমষ্টি এবং উত্তরের কোণে বৃটিশ পতাকার চিত্র রয়েছে।
তিনি বলেন, এই পতাকা একটি নির্দিষ্ট সময়ের প্রতিনিধিত্ব করে যা থেকে নিউজিল্যান্ড সরে এসেছে।
এই পতাকা উপনিবেশবাদ ও ওপনিবেশবাদ পরবর্তী সময়ের প্রতিনিধিত্ব করে, যার সময় শেষ হয়ে গেছে বলেও জানান।
তিনি বলেন, পতাকাটিতে এখনও যুক্তরাজ্যের প্রভাব রয়েছে। তাই আমরা আর বৃটিশদের দ্বারা প্রভাবান্বিত হতে চাই না।
পাশাপাশি, বর্তমানে নিউজিল্যান্ডের জাতীয় স্পোর্টস টিমের সঙ্গে মিল রেখে জন কি কালো রংয়ের মধ্যে রূপার ফার্নের মতো করে একটি পতাকার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।
এদিকে, পতাকা ইস্যুতে সমর্থন দিয়েছে দেশটির বিরোধী লেবার পার্টি।
তবে গত মাসের এক জরিপে দেখা গেছে, মাত্র শতকরা ২৮ ভাগ লোক দেশটির পতাকা পরিবর্তনের পক্ষে যেখানে ৭২ ভাগ লোক বর্তমান পতাকাতেই সন্তুষ্ট।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪