ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ডেপুটি গভর্নর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, জানুয়ারি ২৯, ২০১১

কান্দাহার: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার প্রদেশের ডেপুটি গভর্নর শনিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


    
নিহত ওই ডেপুটি গভর্নরের নাম আবদুল লতিফ আসনা। একই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে প্রাদেশিক গণমাধ্যম মুখপাত্র জানান। তবে তিনি এর বেশি বিস্তারিত জানাতে পারেন নি।

কান্দাহার প্রদেশে তালেবান নেতা মোল্লা ওমরের জন্ম। আফগানিস্তানে দীর্ঘ নয় বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনীর এক লাখ ৪০ হাজার সদস্য জঙ্গি নির্মূল করতে অভিযান পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।