ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতির নির্বাচনি ফলাফল আগামী বুধবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

পোর্ট-অ-প্রিন্স: হাইতির নির্বাচন কমিশনার শুক্রবার জানিয়েছে, প্রথম দফা নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী বুধবার ঘোষণা করা হবে।

ভূমিকম্প বিধ্বস্ত রাজনৈতিক সংঘাতপূর্ণ হাইতিতে গত নভেম্বরে প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়।

আগামী ২ ফেব্রুয়ারি ঐ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

২০ মার্চ হাইতিতে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ফলাফল ১৬ এপ্রিল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটনের রোববার হাইতি সফরের কথা রয়েছে। তিনি দেশটির প্রেসিডেন্ট রেনে প্রেভালের সঙ্গে হাইতির বিতর্কিত নির্বাচন, ভূমিকম্প পরবর্তী অবস্থা, কোলেরাসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হতে পারে।

ভয়াবহ ভূমিকম্পে ২ লাখ ২২ হাজার মানুষের মৃত্যুর এক বছর পরে হাইতিবাসী প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের আশা করছেন।

বাংলাদেশ সময় : ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।